পর্দা নিয়ে ইসলামিক উক্তি । নারীর পর্দা
পর্দা নিয়ে ইসলামিক উক্তিঃ পর্দা মুসলিম নারীদের একটি ধর্মীয় ও সামাজিক আচার। যেহেতু পবিত্র কোরানে পর্দার বিষয়টি অবতীর্ণ হয়েছে, তাই মুসলিম মেয়েদের পর্দা করা বাধ্যতামূলক। তাই পর্দার বিষয়টি ইসলামে একটি বড় বিষয় হিসেবে বিবেচিত। তাই যারা পর্দা সম্পর্কে ইসলামিক বাণী সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য 'Islamic Solution - ইসলামিক কথা' এই ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে একটি পোষ্ট করছি।
বর্তমানে মুসলিম সমাজে মুসলিম মেয়েরা এই বোরকা পরতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে অনেকেই ইসলামিক স্ট্যাটাস দিয়ে তাদের দুঃখ-কষ্ট শেয়ার করতে চায়। তাদের জন্য পবিত্র কোরআন থেকে পর্দা সংক্রান্ত বিভিন্ন আয়াত নির্বাচন করা হয়েছে 'Islamic Solution - ইসলামিক কথা' এই ওয়েবসাইটে।
আশা করি সবার সাথে পর্দা বিষয়ক কোরআনের আয়াত ফেসবুকে সবার সাথে শেয়ার করবেন। অনেক পরস্পরবিরোধী চিন্তার মানুষ পর্দা বুঝতে শিখবে। আজকের পোস্ট থেকে ক্যাপশন খুঁজুন। এবং অবশ্যই যারা পর্দা নিয়ে হাসাহাসি বা তামাশা শুরু করে তাদের সাথে পর্দা নিয়ে বাণী শেয়ার করুন।
পর্দা নিয়ে ইসলামিক উক্তি
ইসলামে প্রত্যেক নারীর জন্য পর্দা ফরজ। আল্লাহ তায়ালা সকল নারীকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে নিজেকে ঢেকে রাখতেও বলেছেন। এ কারণেই এখানে পর্দা সম্পর্কে ইসলামী বাণীগুলো উল্লেখ করা হয়েছে। আপনি সামাজিক মিডিয়াতে এটি শেয়ার করতে পারেন। যারা আপনার আপলোড করা ছবিটিকে সুবহানাল্লাহ মাশাল্লাহ বলে লাইক এবং লাভের সাথে সাড়া দেয়, তারা কি আপনাকে অন্য পরিস্থিতিতে কল্পনা করে না?
মানুষ তার মতো মানুষ প্রতিদিন মরতে দেখে কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায়। হজরত উসমান (রা.)
পর্দা একটি ইবাদত
সহি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য যথাযথভাবে পর্দা করতে হবে। আল্লাহর
ওয়াস্তে পর্দাকে ফ্যাশন বানাবেন না বোন।
আয়েশা (রাঃ) পর্দা করতেন। আর তুমি নির্লজ্জ ছেলেদের সামনে মুখ খুলতে
লজ্জা পাও না! ছি কত নিচে নেমে গেছ। কতটা অধঃপতন হয়েছে তোমার? কিয়ামতের দিন
কোন মুখ নিয়ে আয়েশা(রাঃ) এর কাতারে দাঁড়াবেন?
নারীর পর্দা নিয়ে উক্তি
বোরকা মানে নারীর সৌন্দর্য লুকানোর জন্য। তার সৌন্দর্যকে আকর্ষণীয় উপায়ে বাড়ানোর জন্য নয়।
তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য।
বোন! নিজেকে দেখানোর মধ্যে কী শ্রেষ্ঠত্ব, নিজেকে লুকিয়ে রাখাই শ্রেষ্ঠত্ব। তুমি সেই মহিলা যে তাকওয়া অবলম্বন করলে জান্নাতি হুরদের থেকেও সুন্দর হবে।
পর্দা নিয়ে স্ট্যাটাস
মেঘে ঢাকা পড়লে যেমন সূর্য তার সৌন্দর্য হারায় না;
একইভাবে একজন নারী বোরকা পরলে তার সৌন্দর্য কমে না।
পর্দা নারীকে শোভিত করে
পর্দা নারীর অহংকার।
পর্দা করতে আপনার যদি লজ্জা লাগে
তবে পুরুষের খারাপ ও লোলুপ দৃষ্টি
যখন তোমার সস্তা শরীরে পড়ে
তখন তোমার লজ্জা কোথায় থাকে?
আত্মমূল্যবোধ কোথায় থাকে?
কেউ কেউ তাদের শরীর ঢেকে রাখার জন্য বোরকা পরে,
কেউ কেউ তাদের মন ঢাকতে ওড়না ব্যবহার করে।
উভয় ক্ষেত্রেই, তাদের পছন্দকে সম্মান করুন।
আরও পড়ুনঃ
পর্দা নিয়ে ইসলামিক ছন্দ
আমিই আমার শালীনতা
পবিত্রতা বজায় রাখার জন্য
বর্তমান স্রতের বিরুদ্ধে
থেকে পর্দা করছি।
একটু সাহস নিয়ে এগিয়ে আসুন
একবার চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন।
দাড়িওয়ালা পুরুষ ও পর্দাশীল নারী-
এটি এখন পর্যন্ত সেরা সমন্বয়।
পর্দা নিয়ে ইসলামিক বাণী
সেই নারীই শ্রেষ্ঠ
যে যৌবনের সব ভালোবাসা জমা রাখে তার স্বামীর জন্যে
পর্দা একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ।
এটি ফ্যাশনের জন্য নয়, স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য পরা উচিত।
এটা মানুষকে দেখানোর জন্য নয়, স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য পরা
উচিত
পর্দা নিয়ে ইসলামিক উক্তি
হিজাবই আমার কাছে সবকিছু।
হিজাব আমার প্রথম পছন্দ,
হিজাব আমার পরিচয়।
যখনই আমি হিজাব পরি
তখন আমার মনে হয়, দুনিয়া থাকে আবৃত হয়ে
আমি আখিরাতের জন্য সুসজ্জিত হলাম
ইসলামে পুরুষের পর্দার বিধান
পর্দার সেরা বার্তা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। পর্দা সম্পর্কে সচেতন হতে অনেকেই এ ধরনের বক্তব্য পড়েন। তাই এখান থেকে আপনি পর্দা সম্পর্কে ইসলামিক বাণী সম্পর্কে জানতে পারবেন, ভালো কিছু বাণী সম্পর্কে জানতে পারবেন। নিজে সচেতন হোন এবং আপনার পরিবারসহ বাড়ির আশেপাশের লোকজনকেও এ সম্পর্কে অবগত করুন। নীচে পর্দা সম্পর্কে সেরা বাণী আছে।
- হে পুরুষ! আপনি যদি মহিলাদের কাছ থেকে কিছু চান, আপনি পর্দার আড়ালে থেকে চান। এটি আপনার এবং তাদের হৃদয়ের জন্য আরও পবিত্র।- আল কোরআন।
- পর্দা নারীর সৌন্দর্যকে ঢেকে রাখে না, পর্দা তার সৌন্দর্যকে অপরিচিতদের হাত থেকে রক্ষা করে। - সংগৃহীত
- হিজাব আসলেই সুন্দর। এটা গর্বের সাথে পড়, ভালোবাসার সহিত পড়, অধিকারের সাথে পড়। - সংগৃহীত
- সবচেয়ে উৎকৃষ্ট পর্দাতো দর্শকদের চোখেই বিদ্যমান। - বেনজির ভুট্টো
- নারী পর্দার ভেতরে, মুক্তোর মতো সুরক্ষিত ঝিনুকের ভেতরে। - সংগৃহীত
- আর তাই তাদের বুকে পর্দা টানা উচিত। - আল কোরআন
- মেঘে ঢাকা থাকলে সূর্য তার সৌন্দর্য হারায় না; একইভাবে নারী বোরখা পড়লে তার সৌন্দর্য কমে না। - অ্যাঞ্জেলিনা জোলি
- হিজাব মুসলিম মহিলাদের জন্য একটি শক্তি। - রান্ডা আবদেল ফাত্তাহ
- যে নারী তার ঘর, স্বামীর ঘর, মায়ের ঘর ব্যতীত অন্য কোথাও পর্দা রাখে না, সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। - হজরত মুহাম্মদ (সা.)
- যে পুরুষ নারীর বেশ ধরে তার উপর আল্লাহর অভিশাপ এবং যে নারী পুরুষের বেশ ধারীণী তার উপর আল্লাহর অভিশাপ। - হজরত মুহাম্মদ (সা.)
পর্দা নিয়ে কবিতা
আমার সোনার মা বোনেরা
শোন মন দিয়া
নারী হয়ে জন্ম তোমার
প্রয়োজন পর্দার।
পর্দা হল দ্বীনের বিধান
পালন করো তাই।
পর্দা ছেড়ে চললে নারীর
কোন মুল্য নাই।
মেয়েরা মায়ের জাত
কত যে সম্মান।
পর্দা ছেড়ে আজ নারী
হচ্ছে অপমান।
পত্রিকার পাতা খুললে প্রায় দেখা যায়,
এসিড নিক্ষেপ নারী ধর্ষন এসব খবর হায়।
পর্দা করে চললে নারী
পাবে সবার শ্রদ্ধা।
শয়তানের পোশাক ছেড়ে
কর দ্বীনের পর্দা।
শেষ কথা
ইসলামে প্রত্যেক নারীর জন্য পর্দা ফরজ। আল্লাহ তায়ালা সকল নারীকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে নিজেকে ঢেকে রাখতেও বলেছেন। এ কারণেই নারীর পর্দা করা আবশ্যক।


nice
Thanks